UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওজোপাডিকোর দেয়াল ধসে শিশু নিহত : আহত ২

koushikkln
মে ১৩, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের সীমানা দেয়াল ধসে খুলনায় মো. তামিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’শিশু আহত হয়েছে।

শুক্রবার (১৩মে) বিকাল ৪টার দিকে বেসরকারি আদদ্বীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তামিম বয়রার করিম নগর এলাকার মিঠুর ছেলে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বয়রার করিমনগর এলাকার মিঠুর ছেলে তামিম, একই এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১১) ও রাব্বি (৯) বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছনের দেওয়ালের পাশে খেলা করছিল। একপর্যায়ে বিদ্যুৎ অফিসের জরাজীর্ণ দেওয়ালটি তাদের ওপর ধসে পড়ে। এতে তামিম, ইয়ামিন ও রাব্বি আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত তামিম বিকাল ৪টার দিকে বেসরকারি আদদ্বীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকি দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশু ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা জরাজীর্ণ দেওয়াল সংস্কারের জন্য বারবার জানিয়েছি। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি।

সোনাডাঙ্গা থানার ওসি) মমতাজুল হক বলেন, নগরীর বয়রা এলাকায় ওজোপাডিকো অফিসের পেছন দিকের দেওয়াল জরাজীর্ণ হয়ে গেছে। সেই দেওয়াল সংস্কার করার জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। দেওয়ালটিতে সংস্কার কাজ হচ্ছিল। শুক্রবার ১০০ ফুটের মতো দেয়াল ধসে শিশুরা আহত হয়। এদের একজন মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।