UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনিতে এক বিঘা জমির পান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

koushikkln
অক্টোবর ১৫, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা): কপিলমুনিতে এক পান চাষীর এক বিঘা জমির পানের বরজসহ বরজে থাকা ঝাঁল গাছ, লাউ গাছ, পেঁপে গাছ,কুমড়া গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে তিনি ২৫/৩০ হাজার টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই চাষী। বুধবার হরিদাশকাটি গ্রামের মৃত নিতাই চন্দ্র দাশের পুত্র গোকুল চন্দ্র দাশ তার পানের বরজে এই ঘটনাটি ঘটে।

 

ভুক্তভোগী সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় গত বুধবার সকালে পান (বরজ) ক্ষেতে যেয়ে দেখতে পায় তার সমগ্র পানের বরজের লোয়া ও বরজে থাকা ঝাঁল গাছ, লাউ গাছ, পেঁপে গাছ, কুমড়া গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে দিয়েছে। তার এক বিঘা জমির চাষকৃত সমুদয় ফসল বিনষ্ট হয়েছে। এতে তিনি ২৫/৩০ হাজার টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।