কপিলমুনি(খুলনা) সংবাদদাতা : কপিলমুনিতে বৃহস্পতিবার সকাল ৯টায় সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি, সেল থেরাপি (সিএফসিএক্ট) ও বায়োমেড মলিকুলার ডায়াগনষ্টিকস্ এর উদ্যোগে এবং ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌজন্যে ব্রেষ্ট ক্যান্সার ও সার্ভিকাল ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম এর বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডাঃ তাসনিম আরা, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, আইয়ুব আলী মোড়ল, ডাঃ ওয়াহিদা নাসরিন, ডা: সোহানা আক্তার, ডা: মাজহারুল ইসলাম ও ডা: ইমরান প্রমুখ।