নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা) : কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি) র আয়োজনে প্রীতি ফুটবল খেলা সোমবার (২৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদের বিদায় সংবর্ধনার অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
কেকেএসপি ফুটবল একাদশ বনাম বোরহানপুর ফুটবল একাদশের মধ্যকার খেলায় বোরহানপুর একাদশ কেকেএসপিকে ১ গোলে পরাজিত করেছে। কেকএসপির সভাপতি শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাধন চন্দ্র ভদ্র, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রেসক্লাব সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, দৈনিক পূর্বাঞ্চল’র নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মিলন দাশ, আঃ সবুর আল আমীন, এস কে আলীম, বাবু লাল বিশ্বাস প্রমূখ।