কপিলমুনি প্রতিনিধি : আধুনিক কপিলমুনির রূপকার ও প্রয়াত দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৯তম তিরোধান দিবস উপলক্ষে পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিনোদ স্মৃতি সংসদের আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে এড. দিপংকর কুমার সাহার সভাপতিত্বে ও বিনোদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তাপস কুমার সাধুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র ও বিনোদ স্মৃতির প্রধান উপদেষ্টা গৌতম সাধু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কে কে এস পির সাধারণ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার, এড. বিপ্লব কান্তি মন্ডল, অধ্যক্ষ মোঃ শিমুল বিল্লাহ বাপ্পী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, রণজিত কুমার মন্ডল, অসীম রায়, জয়ন্ত কুমার পাল, এম আব্দুর রহমান।
আলোচনা শেষে বিনোদ স্মৃতি সংসদ ৮০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোষাক বিতরণ করে।