কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনিতে ১২ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে বেদম পিটিয়ে আহত করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানাযায়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ৬ ষ্ঠ শ্রেণির ছাত্র দঃ সলুয়া গ্রামের বিষ্ণু দাশের ছেলে অংকন দাশ বিদ্যালয়ের ভবনের গায়ে সাইকেল রাখে। ওই খানে সাইকেল রাখার অপরাধে বুধবার (১০/১১/২২ইং) বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের নি¤œমান সহকারী কাম কম্পিউটার অপারেটর (ইনডেকস্ নম্বর ৭৫৯৯৩৯) শেখ আজিজুর রহমান ওই শিক্ষার্থীকে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করেন। বেশ কিছু বেতের দাগ তার শরীরের বিভিন্ন স্থানে স্পষ্টভাবে ফুটে ওঠে। একজন অফিস সহকারী কর্তৃক এমন শারীরিক নির্যাতনের ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রসংগত শেখ আজিজুর রহমান ১৫/১০/১৯৯২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠানটিতে যোগদান করেন, তাঁর ১/১০/১৯৯৩ তারিখে এমপিও হয়।
এবিষয়ে শিক্ষার্থীর পিতা বিষ্ণু দাশ তার ছেলেকে পিটানোর সত্যতা স্বীকার করেছেন।
অভিযুক্ত শেখ আজিজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে সংবাদকর্মী পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।
প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনি নাই, শুনে বিষয়টি দেখবো।