UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কবরস্থানে মৃত ব্যাক্তিদের শপথ নিয়ে ডামী ভোট বর্জনে লিফলেট বিতরণ করেছে বিএনপি

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী হামলা মামলার শিকার হয়ে নিহত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রুহের মাগফিরাত কামনা এবং মৃত ব্যক্তিদের নামে গায়েবি মামলা ও ভোট জালিয়াতি প্রতিরোধের শপথ বাক্য পাঠ করে খুলনায় লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে শপথ করেন, আমরা শপথ করিতেছি মহান আল্লাহর রহমত নিয়ে ১দফা দাবি বাস্তবায়ন হলে ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে মৃত কবরবাসীকে জীবিত দেখিয়ে ভোট প্রদানকারী, ভোটার শনাক্তকারী এবং ভোট গ্রহণকারী এবং যারা আগামী ৭ই জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট টানা হেচঁড়ায় জড়িত হবেন-সে হোক নির্বাচনী ঠিকাদারী পাওয়া সন্ত্রাসী কিংবা নির্বাচনী কাজে সংশ্লিষ্ট প্রজাতন্ত্রের কর্মচারী। কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পাওয়া গায়েবি মামলার তদন্তকারী এবং নির্দেশদাতা, ইহ জগত ত্যাগ করা ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সাথে তামাশাকারীদের, রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে বিনা চিকিৎসায়/অপচিকিৎসা দিয়ে কারাগারে আটক রেখে মৃত্যুকে ত্বরান্বিত করা ও আপনজনের সাথে বিদায় সাক্ষাৎ করতে না দেওয়া, কবরস্থ করতে বাধাদান, লাশবাহী গাড়ির উপরে হামলা, দাফনের পর কবরস্থানে হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নৃশংস উল্লাস প্রকাশকারী সকল ঘটনায় জড়িতদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে, এছাড়া আমরা আরো শপথ করিতেছি যে, এ সকল অপকর্মকারীদের সর্বোচ্চ শাস্তির বিধানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠন সর্বোচ্চ সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।

বুধবার দুপুরে টুটপাড়া কবরস্থানে নিহত ও মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া শেষে উপরোক্ত শপথ বাক্য সম্পন্ন করে ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ডামী ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী দলের নেতারা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর বিএনপি’র সদস্য মো: জাহিদ হোসেন, আক্কাস আলী, শফিকুল ইসলাম শফি, যুবদলের আব্দুল আজিজ সুমন, বিএনপি নেতা সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, শওগাতুল ইসলাম সগীর, মেহেদী হাসান লিটন,

মোঃআজাদ হোসেন, মো: মুরাদ হোসেন, আব্দুল আল মামুন, যুবদল ও ছাত্রদলের সাইদুল ইসলাম, নাসিম আহমেদ ইমন, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, খান সাইফুল ইসলাম, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, ফিরোজ খান, মো: ইউসুফ, নাজিম উদ্দিন শামীম ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, আবু সায়েম, মো. আজিজুল, মো. ফারুক, সৈয়দ তানভীর আহমেদ, নোমান শেখ, মো. মানিক, মো. তরিকুল, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ।