ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর নেতা কমরেড নীরজ রায়ের ফরাজীপাড়াস্থ নিজম্ব বাসভবন কতিপয় দুস্কৃতিকারী সন্ত্রাসী কর্তৃক গত ১৩ অক্টোবর ’২২ সন্ধ্যায় ভাংচুর ও জীবন নাশের হুমকির প্রতিবাদে আজ সিপিবি মহানগরের সকল থানা কমিটির নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এদেশে এখনও সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক এ ধরনের হামলা, লুটপাট, ভাংচুর, জমি-বাড়ি দখলের ঘটনা ঘটেই চলেছে। কোনো সরকারই এর সুষ্ঠু বিচার করেইনি বরং প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতা করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতার পর অদ্যাবধি সংখ্যালঘুদের নাগরিক সম-অধিকার প্রতিষ্ঠায় প্রচেষ্টা গ্রহণ করেনি। প্রয়োজনে তোষণ করা হয়েছে মাত্র। নেতৃবৃন্দ কমরেড নীরজ রায়ের বাড়ি ভাংচুর হামলা-হুমকির সুষ্ঠু তদন্তপূর্বক দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রæত বিচারের দাবি করেন।
বিবৃতিদাতারা হলেন, সিপিবি খুলনা সদর থানা কমিটির সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড অশোক বিশ্বাস, সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক কমরেড সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি কমরেড হরমুজ আলী, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি কমরেড আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড এমদাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।