UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কমরেড ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি’র স্মরণসভা 

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা কমরেড মোঃ ফরহাদ হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (সিপিবি), খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ প্রয়াত কমরেড মোঃ ফরহাদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন।

তিনি বলেন, কমরেড ফরহাদ খুব অল্প বয়স থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। মাত্র ৩৫ বছর বয়সে নিজের যোগ্যতাবলে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং তাঁর সময়ে তিনি পার্টিকে গতিশীল করে এক বিশেষ স্তরে উন্নীত করেন। শুধু কমিউনিস্ট পার্টিই নয় বাংলাদেশের রাজনীতিতে সকল বাম রাজনৈতিক দলকে একত্রিত করে বিশেষ ভূমিকা পালন করেন।

স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমÐলীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমডে সুতপা বেদজ্ঞ, সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, কমরেড নীরজ রায়, কমরেড জাহানারা আক্তারী, কমরেড মন্দ্রেনাথ সেন, কমরেড ওয়াহিদুর রেজা বিপলু, কমরেড আনন্দ মোহন রায়, যুব নেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, শাখাওয়াত হোসেন বিপ্লব, শৈশব কান্তি রায়, মিঠুন মÐল, উত্তম রায়, চিরঞ্জীব মÐল, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, হুজাইফা আল আমিন, নাহিদ হাসান, শান্ত ঘোষ, সবুজ হোসেন দুর্জয়, তনুশ্রী তনুূূ প্রমুখ।