UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কমিটি ঘোষণা ছাড়াই আ’লীগের সম্মেলন শেষ

koushikkln
অক্টোবর ১৬, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগরী খালিশপুর থানাধীন ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১৫ অক্টোবর) বিকেলে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এটিএম সানাউল্লাহ নান্নু।

সঞ্চালনায় ছিলেন খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বাশার। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও শ্রম কর্মশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, নগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, কেসিসি প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগ, নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক হাসান হিটলু, নগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ।

এছাড়া উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও খালিশপুর থানা এলাকার প্রত্যেক ওয়ার্ডের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ওয়ার্ড কাউন্সিলরগন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর গনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রথম অধিবেশন রাত সাড়ে নয়টায় সমাপ্ত ঘোষণা হয়।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য সাধারণ সম্পাদক পদে সাতজন ও সভাপতি পদে চার জন প্রার্থিতা ঘোষণা করেন। মহানগর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেত্রীসহ নেতৃবৃন্দ সকলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমঝোতার মাধ্যমে নেতা নির্বাচিত করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কেউ সমঝোতা না আসে দ্বিতীয় অধিবেশন মুল্তবি ঘোষণা করা হয়। পরবর্তীতে দিন এবং তারিখ নির্ধারণ করে কাউন্সিলরদের উপস্থিতিতে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে বলে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক দ্বিতীয় অধিবেশন মুলতবি ঘোষণা করেন।