UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা টিকার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২১ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনার টিকার দাবিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রবাসীরা বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে স্লোগান দিতে থাকে তারা। হাসপাতালের সামনের সড়ক অবরোধ করায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। টিকা কবে পাবেন সে বিষয়ে কথা বলতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ৫ জন এবং পুলিশ কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সাথে ১ ঘণ্টা আলোচনা করেন। তারপরও প্রবাসীরা চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ ।

প্রবাসীরা বলেন, মেসেজ আসার পর এখানে টিকা নিতে এসেছি আমরা। এখানে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নাই। ভিসার মেয়াদ এদিকে শেষ হয়ে যাচ্ছে,  আমরা এখন কী করবো।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, ফাইজার ও মডার্নার টিকা আমাদের কাছে নেই। এখন, সিনোফার্মের টিকা চলছে। টিকা না দিলে আমরা কীভাবে দেবো। সিনোফার্ম নিলে এখনই দিতে পারব। এখন শুধুমাত্র দ্বিতীয় ডোজের জন্য মডার্না আছে।

(ঊষার আলো-আরএম)