UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা নেগেটিভ হয়েও অনিশ্চিত চট্টগ্রাম টেস্টে খেলবেন কিনা সাকিব

pial
মে ১৩, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার (১০ মে) পরপর দুইটি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ তার। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না বলে ধারণা করা হয়েছিল। আজ (১৩ মে) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, করোনামুক্ত হয়েছেন সাকিব। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, সেটা এখনো অনিশ্চিত।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে চায়। সে শারীরিকভাবে সুস্থ আছে এবং আজই দলের সঙ্গে যোগ দেবে। কাল সে অনুশীলন শুরু করবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন কিনা।

(ঊষার আলো-এসএইস)