UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বিকল্প নেই

koushikkln
জুলাই ১৬, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বিকল্প নেই বলেন মাস্ক বিতরণকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।

তিনি সরকারের প্রতি সকল বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে বলেন, কেবল টিকা নিলেই হবে না, সকলকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। ১৬ জুলাই শুক্রবার বেলা ১১টায় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার লক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, করোনা প্রতিরোধ ব্রিগেড কমিটি, খুলনা মহানগরের তত্ত্বাবধানে খালিশপুর থানা কমিটির উদ্যোগে ১১নং ওয়ার্ডের খালিশপুর নিউমার্কেট, পিপলস পাঁচতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টি মহানগর সম্পাদকম-লীর সদস্য ও পাট-সুতা-বস্ত্রকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্রমিকনেতা কমরেড মোঃ খলিলুর রহমান, খালিশপুর থানা কমিটির নেতা কমরেড সুজিত কুমার ম-ল, কমরেড খায়রুল বশার, নারী নেত্রী কমরেড খাদিজা, কমরেড রুমি, কমরেড পাপিয়া বেগম, মেহেরুন, কোহিনুর বেগম, ছাত্র মৈত্রীর খালিশপুর থানা কমিটির সভাপতি নাজমুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক আল-আমিন গাজী, ছাত্রনেতা ইমন হোসেন, ফাহিম হোসেন, লিজা, মীম প্রমুখ নেতৃবৃন্দ।