ঊষার আলো ডেস্ক : খুলনাসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসচেতনায় কাজ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নগর কমিটি গঠিত ‘ওয়ার্কার্স পার্টি নগর করোনা বিগ্রেড’। দলটির নেতারা বলেছেন, করোনা প্রাদুর্ভাবে গবীর, মধ্যবিত্ত, নি¤œবিত্ত মানুষ সবচেয়ে সংকটে পড়েছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় কর্মহীনদের অন্নযোগান ও রেশনিং ব্যবস্থার বিকল্প নেই। তারা কর্মহীনদের খাবার নিশ্চিত ও রেশনিং ব্যবস্থার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ৩টায় পার্টির নগর বিগ্রেড কমিটির জুম ভার্চুয়াল সভায় এসব দাবি জানানো হয়। দলের নগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ড. সুশান্ত কুমার দাস। বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, নগর সাধারণ সম্পাদক ফারুক-উল-ইসলাম, নগর নেতা মো. খলিলুর রহমান, আমিনুল ইসলাম, কৌশিক দে বাপী, আরিফুর রহমান বিপ্লব, অজয় কুমার দে, মো. মনির হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়াদ্দার প্রমুখ।
সভায় বাড়ি থেকে করোনা স্যাম্পল গ্রহণ, সরকারি হাসপাতালগুলো অক্সিজেন সংকট নিরসন ও সুচিকিৎসা প্রদান, সর্বস্তরে করোনা ভ্যাকসিন নিশ্চিতের দাবি জানানো হয়।