UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান- ১৮টি স্থাপনা অপসারন

pial
অক্টোবর ৩১, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ১৮টি অবৈধ স্থাপনা অপসারন। সোমবার সকাল দশটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক লাগোয়া পাখিমারা বাজারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল রহমান সহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, ১ নং খাস খতিয়ানের উপরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ প্রদান করা হলেও ওই অবৈধ স্থাপনা গুলো সরিয়ে নেওয়া হয়নি।

পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়, তিনি আরও বলেন এ উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এফএসপি)