ঊষার আলো প্রতিবেদক : প্রথম বর্ষের কলেজছাত্রীর সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে অশ্লীল ছবি ধারণ ও ভিডিও দিয়ে ব্লাকমেলিং করার অভিযোগে খালিশপুর থানা পুলিশ মোঃইমরান(২৩) আটক করেছে। নগরীর খালিশপুরের বাসিন্দা তার পিতার নাম মোঃ আলম।
ছাত্রীর অভিভাবকের অভিযোগে জানা যায়,দীর্ঘদিন ইমরান তাদের মেয়েকে উত্যক্ত করতো। স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে শালিসির মাধ্যমে সমাধান না হওয়ায় পুলিশের কাছে অভিযোগ করা হয়। শুক্রবার (১৫ জুলাই) থানা পুলিশ ইমরানকে আটক করেছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্ত ইমরানকে থানায় আনা হয়েছে,পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।