UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

usharalodesk
জুলাই ১৪, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ হওয়া চিকিৎসাধীন শিশু আয়েশা (৫) মারা গেছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে বিস্ফোরণের ঘটনায় আয়েশার মা-বাবারও মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন পার্থ শংকর পাল জানান, শিশু আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। মাইশা নামে আরও ১ শিশু চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও অনেক আশঙ্কাজনক। মাইশার শরীরেও ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। গত ৯ জুলাই ভোর ৪টায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল মতিন, তার স্ত্রী, দুই মেয়ে আয়েশা (৫), মায়শা (৯) এবং শ‌্যালক আবুল খায়ের রায়হান (২৫) দগ্ধ হন।

(ঊষার আলো-আরএম)