UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১২, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্মাণাধীন দশ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে মোহান্মদ কালু (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত। নিহত মোহাম্মদ কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত আব্দুস সামাদ।
জানা যায়, বুধবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টায় কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় নির্মাণ শ্রমিক কালু কাজ করার সময় হঠাৎ নীচে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঊআ-বিএস