UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ছাত্র কল্যাণ) সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনের জন্য নির্ধারিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, রিলে রেস, তিন পায়ে দৌড়, ভাগ্য দৌড়, ধীরে সাইকেল চালনা, ভারসাম্যের দৌড়, যেমন খুশি তেমন সাজো, বালিশ বিতরণ, দড়ি টানা-টানি ইত্যাদি। উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

ঊআ-বিএস