UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে নিখোঁজের সাতদিন পর সন্ধান মিললো পর্যটকের

koushikkln
জুন ৪, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়ার সাতদিন পর সন্ধান মিললো পর্যটক ফিরোজ শিকদারের (২৭)। শনিবার (৪ জুন) দুপুরে ভারতের চেন্নাই প্রদেশ থেকে ফিরোজ তার বড় ভাই মাসুম সিকদারকে ফোন দিয়ে তাঁর বেঁচে থাকার কথা জানা।

গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ তাকে উদ্ধারের সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।

ফিরোজের বরাত দিয়ে তিনি বলেন, ‘সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সমুদ্রে ভেসে যায় ফিরোজ। পরে সমুদ্রে একটি কলাগাছ পেয়ে সেটি আঁকড়ে ধরে ২৪ ঘণ্টা ভেসে থাকে। ভাসমান অবস্থায় ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে সে ভারতের প্রশাসনের জিম্মায় রয়েছে।’

ফিরোজ সিকাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই মাসুম নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে গলাচিপার আমখোলা থেকে ফিরোজ সিকদারসহ তার সাত বন্ধু কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে হোটেল রয়েল প্যালেসে ওঠেন তারা।