ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. সোবহান মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের কর্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হীরামনি শাহীতাজ, প্রফেসর ড. সোবহান মিয়া প্রো-ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর শাখার সহ সভাপতি শেখ জামাল, সাংগঠনিক সম্পাদক চিন্ময় রায়, খানজাহান আলী থানা শাখার সহ সভাপতি আশিকুর রহমান জনি, ১ নং ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান শামীম, ৩৩ নং ওয়ার্ড সভাপতি হৃদয়, ২ নং ওয়ার্ড সভাপতি শাফীন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে প্রফেসর ড. সোবহান মিয়া সোমবার (২১ নভেম্বর) বিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো: আবদুল হামিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়াকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস-চ্যান্সেলর হিসাবে চার বছর মেয়াদে নিয়োগ দেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হীরামনি শাহীতাজ, প্রফেসর ড. সোবহান মিয়া প্রো-ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।