UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে ‘প্রিফারেড স্কিল এন্ড প্রিপারেশন ফর এ কর্পোরেট জব’ সেমিনার

pial
মে ১২, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গ্রামীণফোন এর উদ্যোগে ‘প্রিফারেড স্কিল এন্ড প্রিপারেশন ফর এ কর্পোরেট জব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯ঃ৪৫ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে.এম. আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন গ্রামীণফোন বাংলাদেশ এর প্রধান নির্বাহী র্কমকর্তা ইয়াসির আজমান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

এর আগে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রামীণফোন বাংলাদেশ এর প্রধান নির্বাহী র্কমকর্তা ইয়াসির আজমান ও গ্রামীণফোনের খুলনা বিভাগের ঊর্ধ্বতন র্কমর্কতাগণ। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)