UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

koushikkln
ডিসেম্বর ৫, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী Training on Networking and Troubleshooting শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

০৫ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মিহির লাল সরকার, প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিকী আবীর ও প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জায়েদুল ইসলাম। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলে কর্মরত কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।