UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটের ভাইস-চ্যান্সেলর এর সাথে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

pial
নভেম্বর ১, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর, জেলা ও খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর, জেলা ও খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালীণ সময়ে খুলনা মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মাহবুবুর রহমান, মহানগর ডেপুটি কমান্ডার মুন্সি আইয়ুব আলী, সহকারী কমান্ডার ইজ্ঞিঃ আব্দুর জব্বার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোল্লা মুজিবর রহমান, মোঃ আলেক শেখ, মোঃ আলী আজগর, মল্লিক মাহাতাব উদ্দিন, মোঃ নজরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, আমারা মুক্তিযুদ্ধের আদর্শের সোনার বাংলা দেখতে চাই। আমাদের প্রত্যেককে তার অবস্থান থেকে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, ‘১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি’।

(ঊষার আলো-এফএসপি)