ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পাঁচটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
রবিবার(৭ মার্চ) কেএমপি সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ও ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সোনাডাঙ্গা ইসলাম কমিশনার মোড় এলাকার বাচ্চু বিশ্বাসের পুত্র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস(২৩), দৌলতপুর পাবলা সবুজসংঘ এলাকার তৈয়বুর রহমান ব্যাপারির পুত্র মোঃ সোহেল রানা ব্যাপারি(৩৫), সোনাডাঙ্গা বসুপাড়া সিদ্দিকিয়া মহল্লার রিদুয়ান সরদারের পুত্র মোঃ ইব্রাহীম সরদার ওরফে হৃদয়(২১), খালিশপুর উত্তর কাশিপুর পদ্মা রোড এলাকার মৃত আঃ মান্নান তালুকদারের পুত্র মোঃ সিদ্দিক তালুকদার(৪৯) এবং বটিয়াঘাটা তেতুলতলা উত্তরপাড়া এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র মোঃ ইমরান খাঁ(২৩)।
(ঊষার আলো-আরএম)