UsharAlo logo
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপি’র অভিযানে ভারতীয় নাগরিকসহ মানব পাচারকারী চক্রের ০৩ জন আটক 

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২৬, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

কেএমপির খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানার সাধারণ ডায়েরি নং-১৫৩৮, তাং-২৪/০৮/২০২৩ খ্রিঃ এর নিখোঁজ জিডির ভিকটিম বিথী খাতুন (১৯) কে উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তি সহায়তায় ভিকটিম ও আসামিদের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মহেশপুর থানাধীন বাশবাড়ীয়া মাটালি গ্রামে ভারতীয় বর্ডার পাদোলিয়া নদীর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাটালি বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার জন্য নদী পার করার সময় করে নিখোঁজ জিডির ভিকটিম বিথী খাতুন(১৯) কে পাচারকারী চক্রের হেফাজত হতে উদ্ধার করা হয়। ঘটনাস্থল হতে ভিকটিমকে পাচারকারী সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য ১) সোনিয়া খাতুন(২৩), পিতা-হায়াত লস্কর, সাং-হাজী গ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা; ২) কুলসুম বেগম(২৫), পিতা-নুর ইসলাম, সাং-হাজী গ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এবং ৩) শেখ জাবেদ(৩৫), পিতা-শেখ ওলি, সাং-৩নং ওয়ার্ড সংলগ্ন এসবিআই ব্যাংক মুনিরাবাদ ডেম কোপাল, পিন নং-৫৮৩২৩৩,কর্ণাটক, বেঙ্গলুরু, দেশ-ভারত, এপি সাং-হাজী গ্রাম (নুর ইসলাম এর বাড়ি), থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাদীর এজাহার প্রেক্ষিতে খানজাহান আলী থানার মামলা নং-১৬, তাং-২৫/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭/৮ ধারায় মামলা করা হয়েছে।