UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপি’র উদ্যোগে দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান

usharalo
এপ্রিল ২১, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র উদ্যোগে করোনাকালীন সময়ে ঘরবন্দি দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি), শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট), মোঃ মারুফাত হুসাইন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর), শেখ ইমরান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার(ফোর্স) মোঃ সালাউদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ঊষারআলো-বিএস