UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

pial
মে ২৪, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার নিজ ইউনিয়ন বরিশালের উজিরপুর উপজেলার শোলকে ইউনিয়ন ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তার কুশপুত্তলিকা দাহ করে।

সোমবার বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিলটি শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস ষ্টান্ডে শেষ হয়। মিছিল শেষে শোলক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শোলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ কাজী হুমায়ূন কবির, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান কুদ্দুস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, প্রচার সম্পাদক বাবুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান রনি, আওয়ামীলীগ নেতা চঞ্চল সরদার, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, শাকিল মোল্লা, সৈকত ফকির প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বাড়ির সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

(ঊষার আলো-এফএসপি)