UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিকর পলিথিন বন্ধে জরুরী ভিত্তিতে আইন প্রয়োগের দাবি বাপা’র

koushikkln
অক্টোবর ১৪, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্ষতিকর পলিথিন বন্ধে জরুরী ভিত্তিতে আইন প্রয়োগের দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা জেলা শাখার।

সংগঠনের খুলনা জেলা সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে বলেন, ক্ষতিকর পলিথিন বন্ধে সুনির্দিষ্ট আইন থাকা সত্বেও এর কোনো প্রয়োগ বা বাস্তবায়ন নেই। পরিবেশ-প্রতিবেশ-কৃষি সর্বোপরী মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকী এ পলিথিনে খুলনা নগরীর ড্রেন-জলাশয় সয়লাব। খুলনার জলাবদ্ধতা সৃষ্টিতে পলিথিনের নেতিবাচক প্রভাব মারাত্মক। বাজারে পলিথিনের ব্যবহার যত্রতত্র। পলিথিন ব্যহারের পর এর ব্যাবস্থাপনারও সঠিক কোনো ব্যবস্থা বা নির্দেশনা নেই। জনগণের একটা বড় অংশ এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনও না। ফলশ্রুতিতে পলিথিনের ভয়াবহ থাবার শিকার খুলনা। এখনই এর ব্যবহার বন্ধ করতে না পারলে এর সামগ্রিক নেতিবাচক প্রভাব মারাত্মক হুমকির মুখে ফেলে দিবে পরিবেশ-প্রতিবেশ। সুতরাং ক্ষতিকর এ পলিথিন উৎপাদন, ক্রয়-বিক্রয়-ব্যাবহার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ আইনের বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জানানো হয় বিবৃতিতে।