UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় যেতে আমরা ব্যবহৃত হইনি: মুফতি রেজাউল

ঊষার আলো
নভেম্বর ৯, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পির চরমোনাই) বলেছেন, আমাদের ক্ষমতায় যাওয়ার অনেক সুযোগ ছিল। বিএনপি আমাদেরকে অফার কম করেনি। আওয়ামী লীগও অনেক লোভনীয় অফার দিয়েছে। কিন্তু আমরা কারও দ্বারা ব্যবহার হইনি।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।মুফতি রেজাউল বলেন, সন্ত্রাসীদের মানুষ দেশের মাটিতে আর দেখতে চায় না। যারা বাংলাদেশের সিংহাসনে বসে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন্দ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল বশর আজিজি, সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আলহাজ মো. আব্দুর রহমান, দপ্তর সম্পাদক এসএম সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক কেএম বিল্লাল হোসেন, কেন্দ্রীয় হকার্স বিষয়ক সম্পাদক ইমাম হোসেন ভূঁইয়া, বস্ত্র ও গার্মেন্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, মো. শহীদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হায়দার আলী প্রমুখ।

ঊষার আলো-এসএ