ঊষার আলো রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের ড্রাইভারসহ দু’জনকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির চালক আঃ হামিদ বাদী হয়ে তিনজনকে আসামী করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গত ৩০ মার্চ রাত ১১টার দিকে সোনাডাঙ্গা টেক্সটাইল মিল মাঠে এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গাড়ীর চালক আঃ হামিদ (৪০) ও তার শ্যালক রবিউল ইসলামকে(২৮) আসামীরা মটর সাইকেল ক্রয়ের কথা বলে ৩০ মার্চ রাত ১১টার দিকে টেক্সটাইল মিলে ডেকে নেয়। সরল বিশ্বাসে তারা দু’জন টেক্সটাইল মিল মাঠে যায়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীরা তাদের দু’জনকে রড দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় তাদের পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাদের দু’জনকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। যার নং-৫১, তাং-০১/০৪/২১ইং। আসামীরা হলো-সোনাডাঙ্গা নুরানীমহল্লার বাসিন্দা আলমগীর শেখের ছেলে মোঃ মিন্টু (৩০), শুকুর আলীর ছেলে আল আমিন (১৯) ও সোহরাব শেখেল ছেলে হাফিজুল শেখ(২৫)। প্রধান আসামী একাধিক মামলার আসামী বলে ভিকটিম পরিবার জানান। তবে পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি।
(ঊষার আলো-এমএনএস)