ঊষার আলো প্রতিবেদক : শনিবার (২৭ আগস্ট) বিকেলে আ’লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে খালিশপুর থানা আ’লীগ নেতা শেখ খালিদ আহমেদ বাদী হয়ে খালিশপুর থাানয় মামলা দায়ের করেছেন।
মামলায় ১১জনের নাম উল্লেখপূর্বক ৬০/৭০ জন অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ৩ জন হলেন, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহাবয়ক মাহমুদুল হাসান শিমুল, ৯নং ওয়ার্ড যুবদল নেতা উজ্জ্বল দাশ ও বিএনপি কর্মী মোঃ হালিম শেখ। পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে রবিবার এদের আদালতে প্রেরণ করা হয়। শুনানী শেষে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
মামলার অন্যান্য আাসামীরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন(৪৭), সুপার মার্কেট এলাকার বাসিন্দা বাধন ( ৩৫), উজ্জল বিশ্বাস(৩০), ইলেকট্রিক বাবু (৩৫), নাইম ৩০), মাজু (৪০), চাউল রুবেল (৩৫), শিমুল (৩২), বড় রুবেল (৪০), কামরুল (২৫), ইউনুস (২৫)সহ অপ্সাতনামা ৫০/৬০ জন।
এদিকে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ন মিছিলে আ’লীগ নেতা-কর্মীরা হামলা করে। তাদের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নেতা-কর্মীদের মারধর করে আহত করেছে। উল্টো তারা মামলার আসামী হলো। নেতা-কর্মীরা আজ বাড়ি ছাড়া। পুলিশ তাদের খুঁজছে।