ঊষার আলো ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শরিফুল ইসলাম প্রিন্সের আয়োজনে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল ৫টায় খালিশপুরস্থ লাল হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ আল মামুন ফারুক, মুহাসিন কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সুমন, মহানগর যুবলীগ নেতা শেখ মহিদুল ইসলাম মিলন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম নূর হাসান জনি, শফিকুল ইসলাম অভি, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম মুন, সাবেক এজিএস ও যুবলীগ নেতা এম এম মাসুদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত এফ রহমান, সিরাজুল ইসলাম সুমন, এস এম শ্রাবণ আহম্মেদ, ফয়সাল এম রহমান, শাহীন, বাদল, সাইদুল, ডালিম, ফারুকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুয়েল শেখ।