UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মতবিনিময় 

koushikkln
সেপ্টেম্বর ৫, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক মতবিনিময় সভায় সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

খুুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মীর মো. মোরশেদুর রহমান।

সভায় ইউজিসি কর্তৃক অফিসারদের জন্য প্রণীতব্য অভিন্ন নিয়োগ-নীতিমালায় অন্তর্ভুক্তিতে ফেডারেশন থেকে দাবি করা ১২টি দফা বিশদভাবে তুলে ধরা হয়। দাবির স্বপক্ষে অনেক কর্মকর্তা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এই দাবি বাস্তবায়নের সাংগঠনিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ও তাদের সমর্থন ব্যক্ত করেন।

সভায় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং খুুলনা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।