খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আজ ০৭ মার্চ (শুক্রবার) একযোগে দেশের ১০টি স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। বক্তারা ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং এ আয়োজনের মাধ্যমে অ্যালামনাইদের একত্রিত করার এমন উদ্যোগ গ্রহণের জন্য এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মুন্নুজাহান আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইরিন আজহার ঊর্মি।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। ইফতার মাহফিলে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দায়িত্বশীলবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ-বিএস