UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ইসলামী আন্দোলনের ১৬নং ওয়ার্ড কমিটি গঠন

usharalodesk
মার্চ ২০, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সভাপতি সোবহান, সেক্রেটারী রাকিব
ঊষার আলো রিপোর্ট : শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ড কমিটির ওয়ার্ড কাউন্সিল আব্দুর রউফ কমিউনিটি সেন্টারে সহ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর সাত্তার ঢালীর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ হাফেজ আব্দুর রাকিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতী ইমরান হোসাইন, থানা সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, সহ সভাপতি আলহাজ্ব শেখ মারুফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা সোহরাব হোসেন, মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মুফতি মোহাম্মদ আনিসুর রহমান, মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান, মাওলানা মোঃ আকরাম হোসেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম সহ যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের ১৬ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত করে আগামী ২০২১-২০২২ সেশনের জন্য ১৬নং ওয়ার্ড সভাপতি হিসেবে মোঃ আব্দুস সোবহান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইকবাল মাহমুদ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সেক্রেটারী হাফেজ মাওলানা শেখ আব্দুর রাকিব, জয়েন্ট সেক্রেটারী মোঃ মেহেদী হাসান সৈকত ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা ক্বারী মোঃ মুরাদ হোসেনের নাম ঘোষণা করেন।

(ঊষার আলো-এমএনএস)