ঊষার আলো ডেস্ক : খুলনা মহাপরিকল্পনাধীন এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার অর্ন্তগত বানিয়াখামার মৌজাধীন আর এস দাগ নং-৫০৬৮ (অংশ) এর উপর খান কিসমত আলী ও খান আছমত আলী কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন (দুইতলা) ভবনের খেলাপী অংশ অপসারণ করা হয়।
ভাঙ্গার কাযক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), শবনম সাবা, অথরাইজড অফিসার, জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। তাছাড়া কেডিএ’র ইমারত পরিদশকগণসহ বিভিন্ন স্তরের কমচারীগণ অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।
পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অননুমোদিত, খেলাপী ও অবৈধ নির্মাণ অপসারনের কাযক্রম অব্যাহত থাকবে। তাই পরিকিল্পিত খুলনা গড়ার প্রত্যয়ে ও ভবন মালিকগণের আর্থিক ক্ষয়ক্ষতি পরিহারের লক্ষ্যে নকশা অনুমোদন ব্যতীত ও নকশার ব্যতয় ঘটিয়ে এবং অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে কোন নির্মাণ কাজ হতে বিরত থাকতে সকলকে উদাত্ত আহবান জানানো হচ্ছে।