UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে রবিউল ইসলাম সদস্য নির্বাচিত

pial
অক্টোবর ১৭, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ও উৎসব মুখর পরিবেশে খুলনা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচন সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত নির্বাচনে ১৪৬জন ভোটারের মধ্যে শতভাগ ভোটাররা ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রের ভিতর-বাহির এবং আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। প্রবেশদ্বার থেকে কেন্দ্রের আশ-পাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। প্রত্যেক প্রবেশকারীকে তার পরিচয় জেনে এবং তাকে বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কেন্দ্রে প্রবেশ করানো হয়।

কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মুনিম লিংকন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী অত্র কেন্দ্রে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৭৮ ভোট পেয়েছেন মোটর সাইকেল প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, ৬৩ ভোট পেয়েছেন চশমা প্রতীকের প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা, ৫ ভোট পেয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ডাঃ শেখ বাহারুল আলম। সংরক্ষিত নারী সদস্য পদে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নাহার আক্তার, ৪৩ ভোট পেয়েছেন লাটিম প্রতীকের নাজমা খাতুন, ২৬ ভোট পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জয়শ্রী রায়, ৫ ভোট পেয়েছেন টেলিফোন প্রতীকের রওশানারা, ৩ ভোট পেয়েছেন হরিণ প্রতীকের জয়ন্তী রানী সরদার, ২ ভোট পেয়েছেন বিজলী বৈদ্য ও মাধুরী মন্ডল, কোন ভোট পাননি নিলিমা রানী চক্রবর্তী।
সাধারণ পুরুষ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম গাজী রবি, তার নিকটতম এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট, ৭ ভোট পেয়েছেন বক প্রতীকের কৃষ্ণপদ মন্ডল, ৩ ভোট পেয়েছেন হাতি প্রতীকের আব্দুর রাজ্জাক রাজু, ২ ভোট পেয়েছেন টিউবওয়েল প্রতীকের সালমান আলী শেখ।

এবারই প্রথম ইভিএম (ইলেকট্রিক) পদ্ধতিতে ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে বলে মন্তব্য করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

(ঊষার আলো-এফএসপি)