UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপে আজকের তথ্য ও দৈনিক খুলনার জয়

koushikkln
নভেম্বর ১৫, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : “বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ মঙ্গলবার (১৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দৈনিক আজকের তথ্য এবং দৈনিক খুলনা জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করেছে।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মঙ্গলবার সাকালে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং বিশ^াস প্রোপার্টিজ এর সিইও মোঃ আজগর বিশ্বাস তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক সময়ের খরব সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ হাজী মোতালেব মিঞা ও সদস্য মোল্লা খইরুল ইসলামসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় দৈনিক আজকের তথ্য ৯ রানে দৈনিক পূর্বাঞ্চলের বিরুদ্ধে জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক আজকের তথ্য নির্ধারিত ২০ ওভারে ৪ ইউকেটে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক পূর্বাঞ্চল ৮ ইউকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ আলী সনি সর্বোচ্চ ২৯ বলে ২৫ রান করেন। বিজয়ী দলের মারুফ মিনা ৫৮ বলে ৫৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

অপর খেলায় দৈনিক খুলনা ৮ উইকেটে দৈনিক সময়ের খবরের বিরুদ্ধে সহজ জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক সময়ের খবর নির্ধারিত ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে।  দলের পক্ষে রফিউল ইসলাম টুটুল ৫৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক খুলনা ১৪.২ ওভারে ২ ইউকেট হারিয়ে ১০৮ রান করে ৮ ইউকেটে জয় পায়। দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় ৪৯ বলে ৬৫ রান করে  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

১৬ নভেম্বর একই মাঠে দু’টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা সকাল ৯টায় দৈনিক খুলনা বনাম দৈনিক আজকের তথ্য এবং দুপুর ১টায় দ্বিতীয় খেলায় দৈনিক পূর্বাঞ্চল-দৈনিক সময়ের খবর পরস্পরের মুখোমুখি হবে। এবারের এই টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নেয়া সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল আগামী ২০ নভেম্বর একই মাঠে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
এছাড়া আগামী ২১ নভেম্বর খুলনা প্রেসক্লাবের সঙ্গে বিশ^াস প্রপার্টিজের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।