UsharAlo logo
শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য বিশেষ করে গণিত, বিজ্ঞান ও মেডিকেল বিষয়ক বইপত্রসহ আদালতের রায়ের ব্যপারেও বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলউদ্দিন, মো. রাশিদুল ইসলাম, শেখ কামরুল আহসান, ওয়াহেদ-উজ-জামান বুলু, আব্দুর রাজ্জাক রানা,  খলিলুর রহমান সুমন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, মো. এরশাদ আলী, দেবব্রত রায়, বাপ্পী খান, এস এম নূর হাসান জনি, রিংটন মন্ডল, আল মাহমুদ প্রিন্স, কে এম জিয়াউস সাদাত, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, মিলন হোসেন, তুফান গাইন,  মো. সোহেল রানা, ইমাম হোসেন সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এম এ হাসান, শেখ মাহমুদ হাসান সোহেল,  শেখ শামসুদ্দীন দোহা, রকিবুল ইসলাম মতি, মাহফুজ আলম সুমন, মো. মেহেদী হাচানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঊআ-বিএস