UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাধারণ পরিষদের প্রথম সভা শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

সভায় কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন ক্লাবের ২০২৩ সালের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, মোঃ আব্দুল হালিম, ক্লাব সদস্য অমিয় কান্তি পাল, শেখ কামরুল আহসন, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ আব্দুল্লাহ প্রমুখ।

সভায় খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।