UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ১১, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১ হাজার ৫৯১ জন আক্রান্ত হয়েছেন।রোববার (১১ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

তিনি আরও জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৪৩১ জনের দেহে। বাগেরহাটে ২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ১৪৪ জনের দেহে। সাতক্ষীরায় কেউ মারা না গেলেও করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের দেহে। যশোরে ৬ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৩৯ জনের দেহে, নড়াইলে ৭ জনের মৃত্যু এবং সনাক্ত হয়েছেন ৫১ জনের দেহে। মাগুরাতে ৪ জনের মৃত্যু এবং সনাক্ত হয়েছেন ৮১ জনের দেহে। ঝিনাইদহে ৩ জনের মৃত্যু এবং সনাক্ত হয়েছে ১৪৭ জনের দেহে। কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সনাক্ত হয়েছে ২৪৫ জনের দেহে। চুয়াডাঙ্গায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং সনাক্ত হয়েছেন ১৪৩ জনের দেহে, আর মেহেরপুরে মৃত্যু হয়েছে আরও ৫ জনের এবং সনাক্ত হয়েছেন ৫৩ জনের শরীরে।

(ঊষার আলো-আরএম)