ঊষার আলো প্রতিবেদক : ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের অধীন খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর এবং বাগেরহাট জেলা কার্যালয়ের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর এবং বাগেরহাট জেলায় বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বাজার তদারকিতে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম খুলনা জেলার ফুলতলা উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন। এছাড়া ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক সদর উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ মুজিবনগর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল খোকসা উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সদর উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা এবং বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান সদর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।
জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),-এর প্রতিনিধি, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা এবং জেলা পুলিশ -এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।