UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা: বাদ পড়েছেন মঞ্জু- মনি

koushikkln
ডিসেম্বর ৯, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদন: খুলনায় বিএনপির মহানগর ও জেলা আংশিক কমিটি গঠনে চমক দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জেলা সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ফিরেছেন মহানগর কমিটিতে আর মহানগর কমিটি থেকে বাদ পড়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে খুলনা জেলা মহানগরসহ তিনটি ইউনিট এর আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে খুলনা মহানগরীতে এস এম শফিকুল আলম মনাকে আহবায়ক, তরিকুল ইসলাম জহিরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুর ইসলাম তুহিনকে সদস্য সচিব করা হয়। জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান। যুগ্ম আহ্বায়ক হোসেন বাবু ও সদস্য সচিব হয়েছেন মনিরুল হাসান বাপ্পী।

এদিকে কমিটির ঘোষণার খবরে খুলনায় নজরুল ইসলাম মঞ্জু বিরোধী বলে পরিচিত অংশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা এ কমিটিকে তাাঁদের দীর্ঘদিনের প্রত্যাশিত বলে অভিহিত করেছেন।

তবে মঞ্জু সমর্থকরা বলেছেন, নজরুল ইসলাম মঞ্জু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে খুলনার বিভাগের ১০টি জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাঁর অভিমত ছাড়া কমিটি ঘোষণা হয়নি। তাছাড়া আহবায়ক কমিটির আহবায়ক আগামী কমিটিতে থাকতে পারবেন না বলে দলীয় সিদ্ধান্ত রয়েছে। দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি করলে দল ক্ষতিগ্রস্ত হবে। সকলকে দলের সিদ্ধান্ত মানতে হবে।