ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের বসবাসরত প্রান্তিক ও সাধারণ মানুষের বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে ১২ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে নগরীর কারিতাস সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
১২ দফা দাবিসমূহের মধ্যে রয়েছে,বস্তি এলাকার সকল পরিবার থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা, ওয়ার্ড পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি জোরদারকরণ, খুলনা মহানগরীর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, বস্তি এলাকায় ঢাকনাযুক্ত পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা, বস্তিবাসী পরিবারের বর্জ্য সংগ্রহের সার্ভিস চার্জ সহনীয়করণ প্রভৃতি। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস নেটওয়ার্ক, শুভশক্তি নেটওয়ার্ক ও সুসমাজ নেটওয়ার্ক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সিএসএস নেটওয়ার্কের সভাপতি মিনা আজিজুর রহমান বলেন, খুলনা মহানগরীর বস্তি এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী, বর্জ্য অব্যবস্থাপনার কারণে নানান ধরনের সমস্যার সম্মুখীন। সাধারণভাবে জীবনযাত্রায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ-শোকে ভুগছে। প্রান্তিক জনগোষ্ঠীর নি:শ^াস-প্রশ^াসে কষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে, মানসিকতায় সমস্যা হচ্ছে। এমনকি তাদের সন্তানদের বেড়ে উঠতে সমস্যা হচ্ছে। ১২টি চাহিদা বাস্তবায়ন করলে খুলনা মহানগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর বর্জ্য ব্যবস্থাপনা সেবার মান উন্নয়ন সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, শুভশক্তি নেটওয়র্কের সভাপতি ঝর্ণা আক্তার বৃষ্টি ও সুসমাজ নেটওয়র্কের সভাপতি শরিফ শাকিল বিন আলম। স্বাগত বক্তৃতা করেন পরিবর্তনের নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেভিড। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন পরিবর্তন খুলনার শিরিন পারভীন।