UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেখ নাসির উদ্দিন : খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় নগরীর আপ্যায়ন কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি শেখ মোঃ নুরুল হক কচি ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি তার স্বাগত বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পড়ে শুনান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম ওবায়দুল্লাহ, মোশারফ হোসেন, আ. ইকবাল তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, অধ্যাপক আযম খান।
আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জিকু, মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সমশের খান মামুন, কোষাধ্যক্ষ ও দপ্তর সৈয়দ মাহবুব আহম্মেদ, পরিবেশক ও শালিসি সম্পাদক মাহবুবুর রহমান মানিক, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নকীব জসীম উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নাজমুল হুদা, কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন রাজীব, মোঃ কবির হোসেন, অফিস সচিব সেখ মসলে উদ্দিনসহ সমিতির সম্মানিত সভ্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে র্র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এবার করোনার কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

(ঊষার আলো-এমএনএস)