সামাজিক সংগঠন খুলনা সোসাইটির চেয়ারম্যান, হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজের প্রভাষক এস এম সোহেল ইসহাক এর শাশুড়ি সালমা বেগম (৫৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা সংগঠনের কো-চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিষ্ণুপদ সাহা, এনটিভি ব্যুরো চিফ মো. আবু তৈয়ব মুন্সি, সাবেক চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, সৈয়দ নজরুল ইসলাম টুটুল, এমডি খাইরুল ইসলাম জনি (জনি চেয়ারম্যান), ইঞ্জি. সাব্বির হোসেন, রোটা: এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মো: মেশকাত হোসেন, মো: রাজ্জাক হোসেন, তারেক মাহামুদ, আল-আমিন শিশির, কেডিএ’র ইঞ্জি. মিজানুর রহমান, মো: মোবারক হোসেন, শেখ তানভীর বারী হামিম, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, প্রফেসর এ্যাড. শফিউল আলম সুজন, অধ্যক্ষ তাসরিনা বেগম, কাজী আইনুল মুন, চার্টার্ড একাউন্ট্যান্ট মো: কামরুজ্জামান, মো. জয়নাল ফরাজী, অধ্যাপক সজল কুমার গাঁতিদার, ডা. মেহেদী হাসান, ডা: নয়ন পাল, ইয়াফেস ইসিতিহাদ দীপ, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, এয়ার ইঞ্জি. মলয় কান্তি বালা, এস এম মিশকাতুল ইসলাম, জি এম শহিদুল ইসলাম, সামসুন্নাহার শিমুল, রোটা: মেহেজাবিন মুবিনা হেমা, সালমা খানম, সুবর্না রহমান খান, ইমরুল কায়েস জুয়েল, ওয়ালিমা জেরিন খান, মানসুরা তুলি, আহসানুল হক তুহিন প্রমুখ।
ঊআ-বিএস