সারাদেশব্যাপী শুরু হওয়া “অপারেশন ডেভিল হান্টের” অংশ হিসেবে খুলনা মহানগরীতে ও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ৯ ফেব্রুয়ারি ( সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে অস্ত্রধারী সন্ত্রাসী কর্ উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্সন্ত্রাসী ইনসান শরীফ (২৯) কে গ্রেপ্তার করেছেন৷ সে সোনাডাঙ্গা ৩য় আবাসিক এলাকার বাসিন্দা মো: মোশারেফ হোসেনের পুত্র। এ সময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১ টি লাল রঙের Apache মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-০৮, তাং-১০/০২/২০২৫ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনে 19(A) রুজু করা হয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২ টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা। আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যক্রম অব্যাহত আছে ।
ঊষার আলো-এসএ