UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

 শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা  মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত দাওয়াতি পক্ষের (১৫-২৯ ফেব্রুয়ারী) সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান নগরীর নিউমার্কেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কবির হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী মোঃ ইব্রাহীম খাঁন।
থানা সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, মোঃ ইব্রাহিম খান, মোঃ আলাউদ্দিন সরদার, মুফতি দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মোল্লা মেরাজুল হক, মোঃ আব্দুল মোতালেব, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ মোস্তফা জামান, মোঃ আরিফুল ইসলাম, যুব আন্দোলনের মোহাম্মদ ইমাম গাজী, ছাত্র আন্দোলনের মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় দাওয়াতি পক্ষের লিফলেট বিতরণ করেন এবং ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দান করেন।