UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক আটক

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ৪, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় গৃহবধূর পোষাক পরিবর্তনের স্থীর চিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে খুলনা জেলা ফুলতলা থানা পুলিশ। সোমবার ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নাজমুল কেষ (২২) ও আশরাফ আলী (২৪)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক মেইল বার্তায় এসব তথ্য জানানো হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম এর মধ্যে পারিবারিকভাবে পূর্ব শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। উক্ত অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে। এই ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

ঊআ-বিএস